এমপি তুহিন এবার আসছেন নতুন পরিচয়ে
সাবিনা আখতার তুহিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। দেশের রাজনৈতিক অঙ্গন তথা রাজপথের অতি পরিচিত মুখ। যুব মহিলা লীগের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি। ভালো বক্তা। কলাম লেখক। দক্ষ সংগঠক। গানও করেন তিনি। এবার তিনি আবৃত্তিকার হয়ে আসছেন।
আসছে ঈদে বিটিভিতে ঈদ আনন্দ ম্যাগাজিন অনুষ্ঠানে তাকে আবৃত্তিকার হিসাবে দেখা যাবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমের একটি কবিতা আবৃত্তি করেছেন তুহিন।
কবিতাটিও তার নিজের লেখা। তার কণ্ঠে কবিতা শুনে উপস্থিত মন্ত্রী, অন্য সব সংসদ সদস্য, অনুষ্ঠানের সঞ্চালকসহ উপস্থিত দর্শক, কলা কুশলীরা সবাই চমৎকৃত হন। কবিতা নির্ধারণ ও আবৃত্তির স্টাইলে নানা গুনে গুনান্নিতা তুহিনের মেধার প্রশংসায় মেতে উঠেন সবাই।
(ঢাকাটাইমস/১৬জুন/জেডএ)
মন্তব্য করুন