দাম্মামে বিএনপির ইফতার মাহফিল
সৌদি আরবের দাম্মামে বিএনপির কেন্দ্রীয় নেতা, নির্বাহী কমিটির সদস্য, ফরিদপুর এক আসনের সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফরের সম্মানে দাম্মাম মহানগর দলটি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দাম্মাম মহানগর বিএনপির সভাপতি ফারুক মোল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভার মধ্যমণি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক শাহ্ মুহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, সহ-সভাপতি এ আর সাইমুন তালুকদার ও সাধারণ সম্পাদক এম কামাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দাম্মাম বিএনপি নেতা সোহেল আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম, মাহবুব হোসেন মোল্লা, সামসুল আলম, মোশাররফ হোসেন মুসা, জসিম উদ্দিন পাটোয়ারী, নূর এ আলম, জাহাঙ্গীর আলম মুকুল, সৈয়দ মিশু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবু জাফরকে দাম্মাম বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন