শেবাচিম হাসপাতালে গণপিটুনিতে যুবকের মৃত্যু
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর এলাকার আনসার উদ্দিনের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার সহকারী উপ পরিদর্শক স্বপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মাঝখানের গেটে ওই যুবককে পড়ে থাকতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পৌনে ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাসির উদ্দিন জানিয়েছেন মোবাইল চুরি করার অভিযোগে তাকে মারধর করা হয়েছিল।
লাশ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান সহকারী উপ পরিদর্শক স্বপন।
কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, শেবাচিম হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনির ফলে মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। তবে তার মৃত্যু আদৌ চুরির কারণে হয়েছে কি না সেটা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন