ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালি বটতলা নামক স্থানে বাসের ধাক্কায় ওহাব মন্ডল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ওহাব সদর উপজেলার চেউনিয়া গ্রামের জলিল মন্ডলের ছেলে। শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওহাব মন্ডল মোটরসাইকেল যোগে বিষয়খালী বাজার থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী বটতলা নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পর স্থানীয়রা তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৭জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন