ফাইনাল ম্যাচে আম্পায়ার এরাসমাস-কেটেলবোরো
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। রবিবার লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
ফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস (সাউথ আফ্রিকা) ও রিচার্ড কেটেলবোরো (ইংল্যান্ড)। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রড টাকার (অস্ট্রেলিয়া)। আর রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)।
গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আটটি দলের অংশগ্রহণে শুরু হয় টুর্নামেন্টের খেলা। গ্রুপ ‘এ’-তে লড়াই করেছিল ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে লড়াই করেছিল ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)
মন্তব্য করুন