রংপুরে দুই সন্ত্রাসীর ১৭ বছরের কারাদণ্ড

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৭:২৮
অ- অ+

রংপুরে দুই শীর্ষ সন্ত্রাসীর ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন পলাশ ও মুন্না।

রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক ঢাকাটাইমসকে জানান, হত্যাসহ ২১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী পলাশকে ২০১৪ সালের ৮ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রংপুর নগরীর গুড়াতিপাড়ায় শ্যালক মুন্নার বাড়িতে অস্ত্র থাকার কথা জানান তিনি। পরে পুলিশ মুন্নার বাড়ি থেকে একটি শার্টার গান, দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পিপি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক হারেছ শিকদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য ও জেরাগ্রহণ শেষে পলাশ ও মুন্নাকে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ঢাকাটাইমস/১৮জুন/আরআই/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী-বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান 
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা