ঈদে সাগর শাহ্রিয়ারের ‘শেষ কথা’
কণ্ঠশিল্পী সাগর শাহ্রিয়ারের একক অ্যালবাম ‘শেষ কথা’ প্রকাশ হচ্ছে আসছে ঈদে। এই অ্যালবামে থাকছে ৪টি গান। গানের কথা লিখেছেন গীতিকার মিলন খান, প্রসেনজিৎ ওঝাঁ, সোহরাব হোসেন ও নাসির উদ্দিন। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রণব ঘোষ।
সাগর শাহ্রিয়ার বলেন, ‘শেষ কথা’ আমার প্রথম একক অ্যালবাম। আমি আগে শ্রোতাদের কাছে গানগুলো পৌঁছাতে চাই। শ্রোতাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে এবং আগামীতে আরও ভাল গান নিয়ে আসব।’
আপাতত এই শিল্পী নিজের ইউটিউব চ্যানেল থেকে গানগুলো প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সাগর শাহ্রিয়ার আরও বলেন, ‘সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।’
গানের মডেল হিসেবে থাকছেন মাহ্বুবা লুনা ও শিল্পী নিজেই। নিজের কথা ও সুরে শিগগির আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ করবেন সাগর শাহ্রিয়ার। সংগীত পরিচালক ও উইন্ডস্ ব্যান্ডের গিটারিস্ট মাকসুমুল হুদা বাড্ডু ও তমাল হাসানের সংগীতায়োজনে গানগুলোর রেকর্ডিং কিছুদিন আগে শেষ হয়েছে বলে জানা গেছে। মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শেষ হলে গানগুলো প্রকাশ হবে।
ঢাকাটাইমস/১৮জুন/এমইউ
মন্তব্য করুন