পাঁচ দিন পর উদ্ধার মুসা ইব্রাহীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ০৯:১৭| আপডেট : ১৯ জুন ২০১৭, ১৬:৫০
অ- অ+

পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে দুর্গম পাহাড়ে আটকা পড়া বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। মুসার সঙ্গে থাকা অন্য দুজনকেও উদ্ধার করা হয়েছে। মুসা ইব্রাহিম এখন তিমিকায় আছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই দেশে ফিরবেন মুসা।

পাঁচদিনের বেশি সময় আটকে থাকার পর সোমবার সকালে হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে সমতলে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া অন্য দুজন হলেন-ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

উদ্ধার তৎপরতায় ছিল আসিয়ান দপ্তর এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এই উদ্ধার তৎপরতায় তদারকি করেন।

হেলিকপ্টারে তাদের উদ্ধারের তথ্য জানিয়ে ভোর ৫টা ৪৪মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন প্রতিমন্ত্রী।

তিন অভিযাত্রীর উদ্ধার করে সমতলে নিয়ে আসার পর ৬টা ৩৭মিনিটে তাদের তোলা একটি ছবি পোস্ট দেন ইব্রাহীমের বন্ধু সাংবাদিক অ্যাক্টিভিস্ট আশীফ এন্তাজ।

শনিবার সকালে মুসা ও তার দুই সহযাত্রীকে উদ্ধারে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করা হয়। গতকাল রবিবারও দ্বিতীয় দফায় উদ্ধারচেষ্টা চালানো হয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে দুটি চেষ্টাই ব্যর্থ হয়।

ইন্দোনেশিয়ার নাবিরে থেকে পাঁচ থেকে ছয় দিন ট্রেকিং শেষে অভিযাত্রীরা ১৬ হাজার ২৩ ফুট উঁচু মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড চূড়া জয় করার কথা ছিল এই অভিযানে।

(ঢাকাটাইমস/১৯জুন/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা