ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতা, যানজটের ভোগান্তি

ইফতেখার রায়হান, টঙ্গী (গাজীপুর) থেকে
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৭, ১৭:৪৩

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগআলী, তারগাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, সাইনবোর্ড, ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ী ও চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গত কয়েকদিন ধরে চলা টানা বর্ষণে এ জলাবদ্ধতা দেখা দেয়। জলাবন্ধতার কারণে ওই এলাকাগুলোতে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই ফুটেরও বেশি গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে গত কয়েকদিনে বেশ কয়েকটি পরিবহন আটকে গিয়ে যানচলাচলে বিঘœ ঘটে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে হাজারো যাত্রীদের।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় মহাসড়কের উভয় দিকে দেড় ফুটেরও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পশ্চিম দিকে তারগাছ বাসস্ট্যান্ডের মূল পয়েন্টের উভয় দিকে অন্তত চারশ ফুট রাস্তায় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের কারণে মহাসড়কের ডিভাইডার ঘেঁষে কোনোরকমে পরিবহনগুলো চলাচল করতে দেখা গেছে।

তারগাছ এলাকায় যানজট নিরসনে গাজীপুর ট্রাফিক পুলিশ বিভাগের দুইজন ট্রাফিক ইন্সপেক্টরসহ পাঁচজন ট্রাফিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়া স্টেশনরোড এলাকায় সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় টঙ্গী-কালীগঞ্জ সড়কটি। এ সড়ক দিয়ে সিলেট, ব্রাক্ষ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জেলার যাত্রীদের চলাচল। ফলে দুর্ভোগে পড়তে হয় এসব জেলার যাত্রীদের।

অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ী ও চান্দনা চৌরাস্তা এলাকাতেও মহাসড়কে জলাবদ্ধতার কারণে সৃষ্ট খানাখন্দের কারণে ধীরগতিতে পরিবহন চলতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/১৯জুন/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :