হবিগঞ্জের রাজাকার গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১৭:২৬

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ জুলাই তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে পারবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনি বলেন, আমরা আজ দুইটি আবেদন করেছিলাম। এক. তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন। আদালত আগামী ২২ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। আরেকটি আবেদন করেছিলাম, সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য। আদালত আগামী ১২ জুলাই তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

আবুল খায়ের গোলাপ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত। ২০১৫ সালের ১৭ জুলাই তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে একই উপজেলার নিশাকুড়ি গ্রামের আছকির উল্লাহর ছেলে মো. মানিক মিয়া মামলা করেন। এ মামলায় ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চলতি বছরের গত ১১ এপ্রিল গোলাপকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

(ঢাকাটাইমস/২০জুন/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :