এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৪, ০৯:৩৬| আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৫৯
অ- অ+

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী প্রতি সম্মান জানিয়ে রবিবার সকাল ১০টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং ১১টার পর হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে।

এদিন সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ঘোষণা দেন।

গত ২ মে এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন।

(ঢাকাটাইমস/০৫মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা