নির্বাচন দলীয় সরকারের অধীনেই: কাদের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৭, ১৬:০৮ | প্রকাশিত : ২৭ জুন ২০১৭, ১৪:০১

ঈদের শুভেচ্ছায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা জানালেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দলীয় সরকার অধীনেই। তবে সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর-গোমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনে সেনাবাহিনী তাদের নির্ধারিত ভূমিকা পালন করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, ‘আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে।’ এর জবাবেই আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এই মন্তব্য করলেন।

সেতুমন্ত্রী বলেন, গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এ চারটি সেতু আগামী জুলাই মাসে চালু হবে। সেতুগুলো চালু হলে কুমিল্লার তিতাস, হোমনা, মেঘনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার লোকজন কম সময়ে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা যাতায়াত করতে পারবেন। এ সকল এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। এই চারটি সেতু এক সময় স্বপ্ন ছিল, যা এখন বাস্তবে পরিণত হচ্ছে। সেতুগুলোর নির্মাণকাজ প্রায় শেষ। এখন শুধু ঢাল ও ফিনিশিংয়ের কাজ বাকি। সেতুগুলো নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ২৯ কোটি টাকা।

এ সময় কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের এমপি আমীর হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়াসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গোমতী সেতু পরিদর্শন শেষে হোমনার উদ্দেশে রওনা দেন সেতুমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৭জুন/জেডএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা: নানক

লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদেররা অস্থিরতায় ভুগছেন: রিজভী

ঢাকা টাইমসের ১২ বছরে পদার্পণে বাংলাদেশ ন্যাপের শুভেচ্ছা 

বর্তমান ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়া সম্ভব নয়: চুন্নু

ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণের জন্য নয়: ফারুক

কোনো ভিসানীতির পরোয়া করে না বাংলাদেশ: ওবায়দুল কাদের

অব্যাহত কর্মসূচির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপির 

এই বিভাগের সব খবর

শিরোনাম :