‘কারও বিপক্ষে হারের কথা চিন্তা করি না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ২২:০৪

গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক উন্নতি হয়েছে। পরিবর্তন এসেছে খেলোয়াড়দের মানসিকতায়ও। এখন খেলোয়াড়রা বড় দলগুলোর সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে আনে। শুধু ওয়ানডে ক্রিকেটে নয়, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও উন্নতি করেছে টাইগাররা।

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে এখন মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন অলরাউন্ডার নাসির হোসেন।

নাসির হোসেন বলেছেন, ‘আমাদের দলে বড় যে পরিবর্তন এসেছে সেটি হলো আত্মবিশ্বাস। সবাই জয়ের জন্য খেলে। কেউই হারের কথা চিন্তা করে না। তাতে প্রতিপক্ষ যেই হোক না কেন। দলের খেলোয়াড়রা সবাই সবসময় শতভাগ দিয়ে খেলে। এখন সবাই কঠোর পরিশ্রম করছে। ফিটনেস অনুশীলন ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে’।

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিরুদ্ধে তারা দুইটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজ খেলেই দক্ষিণ আফ্রিকা সফরে চলে যাবে টাইগাররা। এই সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :