৩ মার্কিন সেনা হত্যার দায়ে জর্ডান সেনার যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৮:২৯ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৮:২৪

জর্ডানের একটি সামরিক আদালত তিন মার্কিন সেনা হত্যার দায়ে আজ সোমবার দেশটির এক সেনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। দেশটির দক্ষিণের এক বিমান ঘাঁটিতে ঢোকার মুখে এ তিন মার্কিন সেনা প্রশিক্ষক নিহত হয়েছিলেন। খবর প্রেস টিভির।

গত বছরের ৪ নভেম্বর মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী গ্রিন বেরেটসের বহনকারী একটি গাড়ি জর্ডানের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

মামলার অভিযুক্ত ফার্স্ট সার্জেন্ট মারিক আত-তুওয়েহা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ঘাঁটিতে আক্রমণ চালানো হচ্ছে, এই ভয় থেকেই গুলি চালিয়েছেন বলে তিনি আদালতে বলেন।

আদালত থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার পথে তিনি বলেন, 'জর্ডানের বাদশার প্রতি আমার পুরো সম্মান রয়েছে এবং আমি আমার দায়িত্ব পালন করছিলাম।'

গত বছরের ঘটনার পর দেয়া বিবৃতিতে জর্ডান বলেছিল, নির্দেশ অমান্য করে ঢুকে পড়ার কারণেই মার্কিন গাড়ি বহর লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।

নিহত এক মার্কিন সেনার বাবা এবং অপর এক সেনার বোন আজ আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :