কাল পবিপ্রবি ছাত্রলীগের সম্মেলন, আসছে তরুণ নেতৃত্ব

পবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৭, ২১:০০

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড ও বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সাংগঠনিক শাখা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলন আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ সম্মেলনের উদ্বোধন করবেন। এতে প্রধন অতিধি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন, প্রধান বক্তা হিসেবে থাকবেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমেন রিমনের সঞ্চালনায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান সালাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান রাসেল, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে মঙ্গলবারের সম্মেলনকে ঘিরে তৃণমূলে উচ্ছ্বাসের পাশাপাশি রয়েছে নানা ধরনের জল্পনা–কল্পনা। এবারের সম্মেলনে মাধ্যমে সৎ, যোগ্য, মেধাবী ও বঙ্গবন্ধুর আদর্শের কেউ নেতা হবেন এমনটাই প্রত্যাশা সবার।

পবিপ্রবি সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, এবারের পবিপ্রবি ক্যাম্পাস রাজনীতিতে তরুণ নেতৃত্বই স্থান পাবে। স্থান পা্বেন বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান স্বচ্ছ ও ক্লিন ইমেজধারী প্রার্থীরা। যারা আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিতে পারবেন।

এবারের প্রার্থীদের মধ্যে পরিশ্রমী ও ক্লিন ইমেজের ওপর ভিত্তি করে এগিয়ে রয়েছেন কয়েকজন নেতা। এর মধ্যে মো. আল আমিন খান, বর্তমান কমিটির এ সাংগঠনিক সম্পাদকের নাম রয়েছে সবার উপরে। এছাড়াও প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন শুভ সাহা, মো. রাকিবুল ইসলাম, ফেরদৌস, কাকন মিয়া, শাহরিয়ার মিল্টন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :