বিপিএলের প্লেয়ার ড্রাফট দেখা যাবে মাছারাঙা-জিটিভিতে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। শনিবার র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে প্লেয়ার ড্রাফট শুরু হবে দুপুর বারোটায়। সরাসরি দেখা যাবে মাছরাঙা টিভি ও গাজী টিভিতে।

আগামী ২ নভেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। অংশ নিবে সাতটি দল। দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সুরমা সিক্সার্স সিলেট।

গত আসরের ফাইনাল ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে মোট তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবারের বিপিএল অনুষ্ঠিত হবে সিলেটেও।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে দল গোছানোর কাজ অনেকখানি সেরে ফেলেছে। প্রায় প্রতিটি দলেরই অধিনায়ক ও কোচ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর বাকি কাজ শেষ করবে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :