অজিদের বিপক্ষে বাংলাদেশের জয়কে চক্রান্ত বলছে ভারতীয় মিডিয়া

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৩ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৫

সম্প্রতি সফর করে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের সাফল্য নিয়ে খুব নেতিবাচক সংবাদ উপস্থাপন করল ভারতীয় একটি বাংলা মিডিয়া। গত মাসের শেষ দিকে হওয়া ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে টেস্টে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো জয় পায় টাইগাররা। ভারতের ওই মিডিয়ার মতে, ম্যাচটা জিততে নাকি ঘৃণ্য চক্রান্ত করেছিল বাংলাদেশ!

‘অস্ট্রেলিয়াকে হারাতে ঘৃণ্য চক্রান্ত করেছিল বাংলাদেশ, ফাঁস হয়ে গেল এবার’- কলকাতা থেকে প্রকাশিত ওই বাংলা মিডিয়ার শিরোনামটা এ রকমই। আসলে বিসিবিকে দেওয়া আইসিসির একটি চিঠিকে তারা অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপন করে এই রিপোর্টটি বানিয়েছে।

প্রকৃত ঘটনা হলো, ঢাকার মাঠ নতুন করে ঢেলে সাজানোর কারণে মাঠের আউটফিল্ড একটু খারাপ ছিল। সবুজ কম থাকায়, মানে ঘাস কম থাকায় ফিল্ডিং করা একটু কষ্টকর ছিল। এতে দুই দলের খেলোয়াড়রা ছিল সমান ভুক্তভোগী। আইসিসির ম্যাচ রেফারি ক্রো তার রিপোর্টে উইকেট নিয়ে তেমন কোনো কথা না বললেও ভারতীয় ওই মিডিয়ার মতে, অস্ট্রেলিয়াকে হারাতে পিচে নানা কারসাজি করেছিল বাংলাদেশ!

মিরপুর মাঠের আউটফিল্ড নিয়ে আইসিসির কাছে খারাপ রিপোর্ট দিয়েছেন ওই টেস্টের ম্যাচ রেফারি ক্রো। বাজে আউটফিল্ড নিয়ে তিনি তার অসন্তোষের কথা জানিয়েছেন আইসিসিতে। বিসিবিকে এ বিষয়ে ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, মাঠ নিয়ে আইসিসিকে গ্রহণযোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

তবে এটা খুব বড় কোনো ঘটনা নয়। বিশ্বক্রিকেটে এমন ঘটনা অনেকই ঘটে। ভারতীয় বোর্ডকেও অনেকবার উইকেট নিয়ে আইসিসির কৈফিয়তের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এটাকেই বিকৃত বা বাড়িয়ে বাংলাদেশের জয়কে হেয় করার চেষ্টা ভারতের ওই মিডিয়ার।

অসম্মানজনক শিরোনামের পর রিপোর্টে লেখা হয়েছে, ‘ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার হারের কারণ এবার ফাঁস হয়ে গেল। পিচের কারিকুরিতেই নাকি ঢাকা টেস্টে হার, এমন থিওরিতেই এবার সিলমোহর দিল আইসিসি। গত মাসেই ঐতিহাসিক টেস্টে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই ম্যাচেই পিচ কেলেঙ্কারি করে জিতেছিল বাংলাদেশ। এমনটাই বলছে আইসিসি।’

অথচ আইসিসি বলেনি যে পিচের কারসাজি করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আইসিসির মূল অসন্তোষ আসলে আউটফিল্ড নিয়ে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :