কাল শুরু দুর্গাপূজা, ‍আজ বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৪

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ‍ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্জিকা অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে।

হিন্দু পঞ্জিকামতে ২৬ সেপ্টেম্বর সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‍শারদীয় দুর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের।

মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে পূজা ‍আরম্ভ এবং বিকাল চারটায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চণ্ডিপাঠে মুখর থাকবে প্রতিটি পূজামণ্ডপ। ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী,২৮ সেপ্টেম্বর মহাঅষ্টমী ও কুমারী পূজা,২৯ সেপ্টেম্বর মহানবমী বিহিত পূজা এবং বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ঢাকাটাইমসকে জানান,‘সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে,জগতের মঙ্গল কামনায় এবার নৌকায় চড়ে দেবী আগমন করবে। বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল ঢাকাটাইমসকে জানান, ‘সারাদেশে এবার পূজামণ্ডপের সংখ্যা ৩০ হাজার ৭৭টি। গত বছর এই সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫টি। গতবারের চেয়েও বেশি ৬৮২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকায় এবার পূজা হচ্ছে ২৩১টি মণ্ডপে।’

তাপস কুমার বলেন, ‘সবচেয়ে বেশি মণ্ডপের সংখ্যা চট্টগ্রামে। সেখানে এক হাজার ৭৬৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরপর দিনাজপুরে এক হাজার ২৪২টি, গোপালগঞ্জে এক হাজার ১৭৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।’

রাজধানীতে রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, গুলশান বনানী সর্বজনীন পূজা পরিষদ মণ্ডপ, ধানমন্ডি সর্বজনীন পূজা, বরোদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, সিদ্ধেশ্বরী কালিমাতা, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, ঋষিপাড়া গৌতম মন্দির, বাসাবো বালুর মাঠ, শাখারী বাজারের পানিটোলা মন্দিরসহ অন্যান্য মণ্ডপে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসও/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :