ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৪| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৯
অ- অ+

মাস তিনেক আগেই জানা যায়, সংগীতে বিশেষ অবদানের জন্য এ বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। এদিন সন্ধ্যায় বন্যার হাতে পদ্মশ্রী তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।

বন্যার হাতে ‘পদ্মশ্রী’ তুলে দেওয়ার ঘটনাটি উল্লেখ করে এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে তিনি বাংলাদেশি শিল্পী হিসেবে বন্যার ভূয়সী প্রশংসা করেছেন এবং তার প্রতি মুগ্ধও প্রকাশ করেছেন।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পাঁচজন গুণী ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। নির্বাচনি প্রচারের তুমুল ব্যস্ততার মধ্যেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

গত ২৫ জানুয়ারি ভারত সরকার ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে। সোমবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সম্মাননা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। তার মধ্যে বন্যার নাম ছিল ‘পদ্মশ্রী’ প্রাপ্ত ১১০ জনের তালিকায়।

এর আগে ২০১৭ সালে ভারত থেকে ‘বঙ্গভূষণ’ পদক লাভ করেন উপমহাদেশের বরেণ্য এই রবীন্দ্রসংগীতশিল্পী। ২০১৬ সালে বাংলাদেশ সরকার বন্যাকে দেয় দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পদক’। এছাড়া ২০১৭ সালে ‘ফিরোজা বেগম স্মৃতিপদক’সহ বহু পুরস্কার পেয়েছেন বন্যা।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ
৪৩ ফ্লাইটে আরও ১৭৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আজ
চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা