কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে ও প্রায় একই সময়ে চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এরমধ্যে তুলাতলীর দুই শিশু একই পরিবারের।
চান্দিনা নিহতরা হলো পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলাম এর মেয়ে সাদিয়া (৮)। সম্পর্কে তারা খালা-ভাগ্নি।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছে তাদের খেলনার সাইকেল ও জুতো দেখতে পান নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এ সময় আশপাশে তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো নিয়ে বাড়ি চলে যান তিনি।
এরপর তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট দেখতে পান। এ সময় তার সন্দেহ হলে পাশের মৎস্য প্রজেক্টে খুঁজতে নামে পরিবারের সদস্যরা। কোমড় পানিতে নামতেই ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে তারা।
নিহত নাদিয়ার দাদা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ জানান, ‘নিহত দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।’
একদিনেই প্রায় একই সময় দাউদকান্দিতে পৃথক দুই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহতরা হলো উপজেলা রবরকোটা গ্রামের নজরুল ইসলামের পুত্র ফয়সাল (৮) একই গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র রিফাত (৭)।
উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের পাশ্ববর্তী মাঠে ফুটবল খেলতে যায় তারা। এ সময় বল পুকুরে পড়ে গেলে তা তুলে আনতে যায় ওই দুই শিশু। পানিতে নামার তারা পানিতে তলিয়ে যায়।
স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে খুঁজতে শুরু করলে এক পর্যায়ে তাদের লাশ ভেসে উঠে। এসময় তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন