ইসির সংলাপের জন্য যেসব প্রস্তাব নিচ্ছে আ.লীগ

তানিম আহমেদ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ০০:১৩

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তাব প্রণয়নের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার রাতে আ.লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক সূত্রে প্রস্তাব প্রণয়নের কাজ শুরুর কথা জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান, রাশিদুল আলম, সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার প্রমুখ।

সূত্র জানায়, আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের আলোচনা সূচি ঠিক করতে আজকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংলাপের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তার মধ্যে আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব, নির্বাচনী ব্যয় নির্ধারণে দলীয় প্রস্তাব, নির্বাচনের আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচনে দেশি বিদেশি পরর‌্যবেক্ষক নিয়োগ ও তাদের কার্যক্রম সম্পর্কে নতুন করে বিধি-বিধান প্রণয়ন।

এছাড়াও, নির্বাচন কমিশন এ পর্যন্ত যেসব বিধি-বিধান গ্রহণ করেছে, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলো তুলে ধরা হবে আসন্ন সংলাপে। এ পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে যেসব প্রস্তাব তুলে ধরে হয়েছিল, সেগুলোতে থাকা অসঙ্গতিগুলোও কমিশনের কাছে তুলে ধরা হবে।

জানা গেছে, আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এরপর দলটির কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বৈঠকের বিষয়টি স্বীকার করে বলেন, প্রস্তাব নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। কার্যনির্বাহী বৈঠকে প্রস্তাব চূড়ান্ত হবে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/টিএ/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :