রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে নিখোঁজ ৩২

কক্সবাজারের টেকনাফে বঙ্গপোসাগরে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। রবিবার রাতের এ ঘটনায় এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩২ জন।
গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের পাশের উপজেলা উখিয়ার ইনানী সৈকতের কাছে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ২০ জন মারা যান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় শিশু, নারী, পুরুষসহ আটজনকে বিজিবির টহল দল উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা ৩০ থেকে ৩২ জনের মতো নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন। ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকাডুবির ঘটনা ঘটেছে।
গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত নাফ নদী এবং সাগরে রোহিঙ্গাবাহী মোট ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৩৩ জনের লাশ উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/জেডএ)

মন্তব্য করুন