আফগানিস্তানে পুলিশের ওপর তালেবান হামলা, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:০৫ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৫৮

আফগানিস্তানের দুটি প্রদেশে পুলিশ বাহিনীর ওপর তালেবানের হামলায় অন্তত ৫৩ জন নিহত এবং আরো ২০০ ব্যক্তি আহত হয়েছেন। খবর প্রেস টিভির।

আজ মঙ্গলবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান সন্ত্রাসীরা প্রথমে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে পুলিশের একটি প্রশিক্ষণ শিবিরে গাড়ি বোমা হামলা চালালে অন্তত ৩২ জন নিহত হয়। এতে আরো ২০০ ব্যক্তি আহত হয়।

বিবৃতিতে বলা হয়, প্রথমে একজন হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন বন্দুকধারী গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী, শিক্ষার্থী এবং পুলিশ রয়েছেন।

দক্ষিণাঞ্চলের গজনি প্রদেশে আনবার জেলায় পুলিশের একটি চেকপোস্টে আরেকটি হামলা চালায় তালেবান। এতে ২১ পুলিশ নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :