খালেদার গাড়িবহরে ফের হামলার অভিযোগ, দুই বাসে আগুন

আরিফ আজম, ফেনী থেকে
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:৫৪ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৭, ১৭:৫১

রোহিঙ্গাদের দেখে কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আবারো হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। খালেদার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে বলে অভিযোগ তাদের।

হামলায় গাড়িবহরের কোনো গাড়ির ক্ষতি না হলেও দুর্বৃত্তদের ছোড়া ককটেলে দুটি বাসে আগুন ধরে যায়। নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায় বলে দাবি বিএনপির।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অতিক্রম করার পরপরই বহরের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় দুটি বাসে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা অপেক্ষমাণ বিএনপি-যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকাটাইমসকে জানান, বেগম খালেদা জিয়ার গাড়িকে লক্ষ্য করেই হামলার চেষ্টা হয়েছে। হামলাকারীদের নিক্ষেপ করা ককটেল দুটি বাসে পড়লে আগুন ধরে যায়।

এর আগে শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেহপুরে গাড়িবহরে হামলা চালিয়ে ১৫-১৬টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত শনিবার দুপুরে খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা করেন। গতকাল সোমবার তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে এসে রাত যাপন করেন। মঙ্গলবার দুপুরের দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :