খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আদেশ ৯ নভেম্বর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৮:২৫

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালের ওরফে মশিউর মালেক বুধবার এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ শুনানি শেষে আগামী ৯ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।

মামলায় বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার, পূর্ব পশ্চিম ডট বিডির বার্তা সম্পাদক এবং যুক্তরাষ্টের পরশ টিভির বার্তা সম্পাদকসহ সাতজনকে সাক্ষী করা হয়েছে।

মামলায় বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় লন্ডনে অবস্থানকালে বিভিন্ন হোটেলে বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের বিরুদ্ধে এবং আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য আইএসআই এর সঙ্গে ষড়যন্ত্র করেছেন।

ওই সম্পর্কে গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রে কিছু গণমাধ্যমে এবং গত ২৭ জুলাই ও ২৮ জুলাই বাংলাদেশের সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওইসব প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর তার ওপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তাদের তথ্য অনুযায়ী লন্ডনস্থ পাকিস্তান অ্যাম্বাসিতে কর্মরত জুনায়েদ নামের এক ব্যাক্তি যিনি সম্ভবত পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইর আন্ডার কভার অফিসার। তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে দেখা করেছেন।’

মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ছদ্মবেশী ওই জুনায়েদ লন্ডনে তারেক রহমানের সঙ্গেও গোপনে সম্পর্ক বজায় রেখে চলেছেন। খালেদা জিয়ার সঙ্গে জুনায়েদের সাক্ষাতের পর আইএসআইর কর্মকর্তা রিয়াজ আশরাফও খালেদা জিয়া ও তারেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে খালেদা জিয়া বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আইএসআইর সঙ্গে মমঝোতা করেন। বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশে অবস্থানরত আইএসআই ও জঙ্গি সংগঠনগুলোকে তৎপর হবার জন্য খালেদা জিয়া প্রস্তাব দেন। বিনিময়ে ক্ষমতায় গেলে আইএসআই ও জঙ্গি সংগঠনগুলোকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।’

(ঢাকাটাইমস/০১নভেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :