মির্জাপুরে ৪৭ জন অসুস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

টাঙ্গাইলের মির্জাপুরে অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবুল প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪৭ জন অসুস্থ ব্যক্তির মধ্যে ২০ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস

মন্তব্য করুন