সিংড়ায় কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

তীব্র দাবদাহে মানুষের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি শ্রমিকদের মাঝে নেমে এসেছে অস্থিরতা। দাবদাহের মাঝে কিছুটা স্বস্তি দিতে সিংড়ার চলনবিলের কৃষি শ্রমিকদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বোতলজাত পানি, খাবার স্যালাইন, শরবত ও বিস্কুট বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার দিনব্যাপি চলনবিলের সিংড়া-তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়ক এলাকায় পাঁচ শতাধিক কৃষি শ্রমিকের মাঝে বিস্কুট, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির’ সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাস্সুম প্রভা। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, শিক্ষক হাসিবুল হাসান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বৈশাখের খরতাপে ধান কাটা শ্রমিকদের হাঁসফাঁস অবস্থা। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। দাবদাহ থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও কৃষি শ্রমিকদের পাশে দাঁড়ানো জন্য সকলের প্রতি আহ্বানও জানান তিনি।
এছাড়াও বালুয়া বাসুয়া এলাকায় স্যালাইন পানি, শরবত ও বিস্কুট বিতরণ করেছে সিংড়া সামাজিক উন্নয়ন সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা তহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আজ তিন শতাধিক শ্রমিকের মাঝে পানি, শরবত ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন