হাবিপ্রবিতে ‘খবরের কাগজে বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি’ শীর্ষক প্রদর্শনী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘খবরের কাগজে বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এমন আয়োজনের দেখা মেলে। যা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে পজিটিভ ধারণা প্রদান করবে।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভিত্তিক গবেষণা কার্যক্রম, বিদেশি শিক্ষার্থী, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা ও ক্রীড়ায় সাফল্য, অ্যালামনাইদের সাফল্য, বিশ্ববিদ্যালয়ের সম্ভবনা এমন ১৬টিরও অধিক বিষয়কে প্রাধান্য দিয়ে আয়োজনটি সাজানো হয়েছে।
খবরের কাগজের এমন প্রদর্শনীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, এখানে আমাদের নিজস্ব কোনো স্টেটমেন্ট নেই, সংবাদ মাধ্যমে প্রকাশিত স্টেটমেন্টগুলোই আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। অধ্যাপক ড. মাহাবুব হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যে অগ্রগতি এবং সম্ভাবনার জায়গাগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানকার অ্যালামনাইগুলো কী পর্যায়ে গেছে জাতীয় বা আন্তর্জাতিকভাবে তা সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে। এখানে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে, তারা সংক্ষিপ্ত প্রদর্শনী দেখে হাবিপ্রবি সম্পর্কে একটি পজিটিভ ধারণা পাবে। তাছাড়া এখানকার অধ্যায়নরত শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং গর্ববোধ করবে তারা হাবিপ্রবির শিক্ষার্থী। এই উদ্দেশ্যেই এই সংক্ষিপ্ত প্রদর্শনীটি করা হয়েছে। আমরা বেশ সাড়া পাচ্ছি। এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা থাকবে।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন