গ্রুপিংয়ের কারণে গাড়িবহরে হামলার অভিযোগ নাকচ জয়নাল-রানুর

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ২৩:১৩

ফেনী জেলা বিএনপিতে একাধিক কোন্দলের কারণে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার যে অভিযোগ করেছে ফেনী জেলা আওয়ামী লীগ, তা নাকচ করে দিয়েছেন জেলা বিএনপির নেতারা। তারা দাবি করেছেন, ফেনী জেলা বিএনপিতে কোনো গ্রুপিং নেই। প্রকৃত সত্য গোপন করে সন্ত্রাসীদের রক্ষা করার জন্য পুলিশ আষাঢ়ে গল্প ফেঁদে মামলা করেছে।

বুধবার রাতে জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির নেতারা।

এর আগে বুধবার দুপুরে স্থানীয় একটি চাইনজি রেস্তোরাঁয় ফেনী জেলা আওয়ামী লীগের সংবাদ দলের স্থানীয় এমপি নিজাম হাজারী দাবি করেন, বিএনপির জেলা নেতাদের মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। তারা কেউ কাউকে মানেন না। এ কারণে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা ভিপি জয়নাল ও রেহানা আক্তার রানুর নামও আসে।

এই অভিযোগ নাকচ করে বিএনপির নেতারা বলেন, ‘বর্তমান সময়ে মিডিয়ার এই যুগে কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। ফেনী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়ার বহরে হামলা নিয়ে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছেন। ওই ভিডিও চিত্রে হামলা, হামলাকারী এবং আগামীর পরিকল্পনাসহ সবকিছু উঠে এসেছে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকৃত হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম-পরিচয় প্রকাশিত হয়েছে।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, ‘পুলিশের দায়ের করা মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি ও রেহানা আক্তার রানুর গ্রুপিংয়ের কারণে হামলার কথা উল্লেখ করা হয়। প্রকৃত সত্যকে গোপন করে সন্ত্রাসীদের রক্ষা করার জন্য পুলিশ আষাঢ়ে গল্প ফেঁদে মামলা করেছে। ফেনীতে বিএনপি নেতাদের কোনো গ্রেুপিং নেই।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘আমাদের মধ্যে কোনো রকম গ্রুপিং নেই। গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়িবহরে হামলা করেছে সরকারদলীয় সন্ত্রাসীরা।’ তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘গ্রুপিং প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব।’

নিজেদের মধ্যে গ্রুপিং না থাকার দাবি করে কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেহানা আক্তার রানু সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিপি জয়নাল এবং আমি চাচা-ভাতিজি। তা ছাড়া উনি আমার মুরব্বি। ওনার সঙ্গে আমার কোনো রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে যুবলীগ-ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’

গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে তার গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকটি ভাঙচুর করা হয় এবং আহত হন কয়েকজন সাংবাদিক। বিএনপি এ হামলার জন্য সরকারি দলের নেতাকর¥ীদের দায়ী করে আসছে। আর সরকারি দল আওয়ামী লীগ বলছে, খালেদা জিয়ার কক্সবাজার যাত্রার প্রচারের জন্য বিএনপির লোকজনই গাড়িবহরে হামলা করেছে।

খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর মহীপালের কাছে দুটি খালি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পর দুষছে দুই দল।

(ঢাকাটাইমস/১নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :