গেইল ঝড় থামালেন মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৪০ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৮:৪৯

আগের দিন সিলেট সিক্সার্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলেন ক্রিস গেইল। আজও তার একই রূপ দেখল দর্শকরা। মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাট হাতে উড়ন্ত ইনিংসই খেলেছেন এই ক্যারিবিয়ান। কিন্তু গেইলকে খুব বেশি বাড়তে দেননি ঢাকার মোসাদ্দেক হোসেন। অর্ধশতকের পর পরই গেইলকে বিদায় করেন মোসাদ্দেক।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় রংপুরের। কোনো উইকেট না হারিয়ে ম্যাককালাম এবং গেইলের ব্যাট থেকে ৩৬ রান পায় মাশরাফির দল। ব্যক্তিগত ৬ রান করে ম্যাককালাম ফিরে গেলেও থেমে থাকেনি গেইল ঝড়। আউট হওয়ার আগে ২৮ বলে ৫ চার ৪ ছয়ে দলকে উপহার দেন ৫১ রানের ঝলমলে ইনিংস।

এদিকে আজকের আগে ৭ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ঢাকা। ৫ ম্যাচে ২ জয় ৩ পরাজয়ে রংপুরের অর্জন ৪ পয়েন্ট। তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচে। আজ জিতলে শীর্ষে ফিরবে সাকিবরা। তবে রংপুর জিতলেও তাদের অবস্থান পাঁচেই থাকবে। কারণ চারে থাকা সিলেট সিক্সার্সের পয়েন্ট ৭।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :