এসআরএকে ভারতের অর্থ সহায়তার অভিযোগ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৮, ১২:৫৫

পাকিস্তানে সিন্ধু প্রদেশে সিপিইসিতে কর্মরত চীনাদের ওপর হামলা চালাতে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ভারত অর্থ সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে পাকিস্তানের হায়দরাবাদ পুলিশ।

তারা বলছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালাতে এর জন্য একটি সশস্ত্র গ্রুপকে ভারত প্রশিক্ষণও দিয়েছে।

শুক্রবার পাকিস্তানের হায়দরাবাদ পুলিশ সিন্ধুদেশ রিভ্যুলেশন আর্মির (এসআরএ) পাঁচজনের একটি সশস্ত্র গ্রুপকে আটক করে। শুক্রবার ভোরে আলিয়াবাদ সড়কে গোলাগুলির পর তাদের আটক করা হয়।

আটককৃত পাঁচজন হলেন মুজাফফর হুসেইন নাগরাজ, মুর্তজা আবরো, সাকেল গাংরু, রাফাকাত জারওয়ার ও আরবাব সোমরো।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে আলোচিত এই অর্থনৈতিক করিডোরের অবস্থান। এতে ছয় হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে চীন। এর আওতায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে নির্শিত হচ্ছে বিভিন্ন অবকাঠামো।

হায়দরাবাদ পুলিশের ডিআইজি জাভেদ সংবাদ সম্মেলনে জানান, আটক পাঁচজনই এসআরএর সদস্য। তাদের পরিকল্পনা ছিল চীনা নাগরিক ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করা।

পুলিশ বলছে, বিচ্ছিন্নবাদী তৎপরতা চালাতে ভারত এসআওএকে প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দেয়। তাদের কাছ থেকে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য, আইইডি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সূত্র: ডন

ঢাকাটাইমস/৩মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :