রাবিতে নাট্যকর্মীকে পেটাল ছাত্রলীগ নেতারা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৮, ১২:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মইনুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে পিটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা। আহত মইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে তাকে মারধর করা হয়। আহত মইনুল ইসলাম বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং অনুশীলন নাট্যদলের কর্মী।

বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন ও কলা অনুষদের যুগ্ম সাধারণ-সম্পাদক ঝলক সরকার তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন আহত শিক্ষার্থী মইনুল ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মমতাজ উদ্দিন কলাভবনের সামনে মইনুল ইসলামসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এসময় ঝলক ও কানন তাদের সেখান থেকে সরে যেতে বলেন। মইনুল সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে ঝলক ও কানন মইনুলকে মারধর করেন। এতে মইনুল মাথায় ও চোখে প্রচণ্ড আঘাত পান। পরে মইনুলের বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত কানন জানান, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তাদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়েছে। পরে সেটি সেখানেই মিমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি বিষয়টি শুনেছি। বর্তমানে আমি ক্যাম্পাসের বাইরে আছি। ক্যাম্পাসে ফিরে বিষয়টি দেখবো।

বিশ^বিদ্যালয়ে প্রক্টর লুৎফর রহমান জানান, মারধরের বিষয়টি তিনি শুনেছেন।মইনুলের অবস্থা স্বাভাবিক হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :