ক্ষমতায় ফিরতে চাইলে খালেদাকে মুক্তি দিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৫:০৬ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৮, ১৫:০৪

আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আসতে চাইলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যদি ক্ষমতায় যেতে চান তাহলে সমস্ত রাজবন্দি ও খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

‘জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচন পরিচালনা করবেন একটি নিরপেক্ষ সরকার। তাহলেই আপনাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে।তাছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা আপনাদের নেই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জাফর) আয়োজিত এক আলোচনায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপি রাজপথে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি উচ্চ আদালতেও আপিল করেছে।

দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবার জানিয়ে দেন ফখরুল। খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার মূর্ত প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাববে তারা অলিক স্বর্গে বসবাস করবে। দেশনেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে। দেশনেত্রী নিয়েই আমরা নির্বাচনের সামনে যাব।’

খালেদা জিয়ার মু্ক্তির পাশাপাশি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতেও সোচ্চার রয়েছে বিএনপি। আর দুই দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃঢ় করতে চান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ঐক্যকে আরও দৃঢ করতে হবে। জনগণ, সংগঠন ও সমস্ত রাজনৈতিক দলের ঐক্য সৃষ্টি করার মধ্যে দিয়ে দুর্বার গণআন্দোলনের মধ্যে দিয়ে এ দানবীর সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

সব দলকে নির্বাচনে আনতে কোন উদ্যোগ না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচনের কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যেরর সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন,‘সরকারের যে মূল এজেন্ডা, সরকার যা চাইছে, সেই কথাটা বলেছেন নির্বাচন কমিশন।’

‘আপনারা (ইসি) করবেন না, সেটা আমরা জানি। আপনাদের (ইসি) ওখানে বসানো হয়েছে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয ক্ষমতায় নিয়ে আসার জন্য।’

ঐতিহাসিক ৭ মার্চে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে ফখরুল বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) ৭ মার্চ পালন করলেন। খুব ভালো কথা। সরকারি টাকা খরচ করে, বিল বোর্ড লাগিয়ে এবং ঢাকা শহর বন্ধ করে ৭ মার্চ পালন করলেন। তাহলে আমাদের সমাবেশ করতে দিচ্ছেন না কেন?’

‘আমাদের সভাগুলোতে বাধা দিচ্ছেন কেন? আপনারা বলছেন, শান্তুপূর্ণ কর্মসূচিতে বাধা দিবেন না। আমাদের প্রত্যেকটা কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দিচ্ছেন। অফিস থেকে বের হতে দেন না। আর বলবেন, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেন না। এটা জনগণের সাথে প্রতারণা।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রেহানা প্রধান, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এম এ রকিব, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/এনআই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :