ফাইনাল নিয়ে এমবাপ্পে-রাকিটিচকে নেইমারের বার্তা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১২:৪৬

হেক্সার মিশন পূরণ করার জন্য রাশিয়ায় পা রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিন ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালেই থেমে যায় নেইমারদের সেই স্বপ্ন। ফিফা বিম্বকাপের ২১তম আসরের ফাইনালে আজ শিরোপার জন্য লড়বে ফ্রান্স-ক্রোয়েশিয়া। আর দু্ই দলেই আছে নেইমারের দুই ক্লাব সতীর্থ। তাইতো নিজের সতীর্থদের ফাইনাল ম্যাচ উপভোগ করার বার্তা দিলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

আজ মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। যেখানে ফ্রান্স দলের হয়ে খেলছেন নেইমারের বর্তামান ক্লাব সতীর্থ কিলিয়ানে এমবাপ্পে এবং ক্রোয়েশিয়ার হয়ে খেলছেন সাবেক বার্সা ক্লাব সতীর্থ ইভান রাকিটিচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুই সতীর্থকেই শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। তিনি লিখেছেন,‘আমি জানি এখানে যাওয়া টা কত কঠিন। ফাইনালে মজা করো, উপভোগ করো কারণ এটাই সার্থকতা। আমি তোমাদের দু’জনের জন্যই খুব খুশি। ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মানুষ যে ভাবে তোমাদের নিয়ে উৎসবে মেতেছে, সেটা দেখতেও খুব ভাল লাগছে।’

তারপরেই নিজেদের ব্যর্থতা নিয়ে নেইমার লিখেন,‘অস্বীকার করছি না, আজ আমিও মাঠে থাকতে চেয়েছিলাম তোমাদের মতো। কিন্তু এই বিশ্বকাপে হল না। দেখা যাক, কাতারে কী হয়।’

দুই দলে দুই সতীর্থ থাকলে নেইমারের সমর্থনের পাল্লা ক্রোয়েশিয়ার দিকেই। তিনি লিখেছেন,‘আমি আমার প্রাক্তন ক্লাব বার্সেলোনার সতীর্থ, ‘সোনার ছেলে’র পাশেই আছি। ফাইনালে তুমি খুব ভাল করে উপভোগ করো। আমি খুব গর্বিত তোমাদের বন্ধু হিসেবে এবং ফুটবলের বিশ্ব এই মহান সমাপ্তি নিয়ে গর্ব করা উচিত। শুভ কামনা!’

(ঢাকাটাইমস/১৫জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :