চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সিরাজুল আলম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৪:১৭

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তাত্ত্বিক রাজনীতিক সিরাজুল আলম খান। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

চিকিৎসা নিতে তিনি মে মাসের শুরুতে সাইপ্রাস যান। পরে সেখান থেকে যান যুক্তরাষ্ট্রে। সেখানে অবস্থানকালে তিনি পায়ের ব্যথার চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে জুলাইয়ের শুরুতে মস্তিষ্কে ব্যথাজনিত কারণে নিউইয়র্কের এলমহার্ষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়।

এর আগে গতবছরের আগস্টে উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে সিরাজুল আলম খানের কোমর ও নিতম্বে (উরুসন্ধি) ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার হয়েছিল।

স্বাধীনতার আগে ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন সিরাজুল আলম খান। কিন্তু মুক্তিযুদ্ধের পর ছাত্রলীগে বিরোধের জেরে ১৯৭২ সাল একাংশ নিয়ে বেরিয়ে এসে তিনি গঠন করের জাসদ। আর এই দলের তাত্ত্বিক গুরু ছিলেন তিনি।

ঢাকাটাইমস/১৫আগস্ট/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :