সংবাদ সম্মেলনে প্রশ্ন নিতে অনীহা ড. কামাল, মান্নাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

জাতীয় ঐক্য প্রক্রিয়ার ঘোষণা দিতে সংবাদ সম্মেলন। অসুস্থতার কথা জানিয়ে যুক্তফ্রন্টের একিউ এম বদরুদ্দোজা চৌধুরীর না আসা নিয়ে নানা গুঞ্জন। তারই মধ্যে লিখিত বক্তব্য পাঠ করলেন যুক্তফ্রন্টের মাহমুদুর রহমান মান্না। তার কথা শেষ হতেই প্রশ্ন করতে উঠলেন সাংবাদিকরা, কিন্তু প্রশ্ন নেবেন না জানালেন আয়োজকরা।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে মান্না লিখিত বক্তব্য দিলেও ছিলেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রধান ড. কামাল হোসেন।

একজন সাংবাদিক প্রশ্ন করতে উঠলে আয়োজকদের পক্ষ থেকে সুলতান মো. মনসুর আহমেদ বলেন, ‘আজকে আমাদের লিখিত বক্তব্যের বাইরে ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন যা বলেছেন এখানেই শেষ। কোনও প্রশ্ন নেয়া হবে না- আমাদের আজকের সিদ্ধান্ত। আগামী ১৮ তারিখ খুলনার হাদিস পার্কে আমাদের সমাবেশ আছে সেখানে আপনাদের আমন্ত্রণ রইল।’

সংবাদ সম্মেলনটি শুরু হয় বিকাল চারটা ২৭মিনিটে। দুই পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করতে মান্না সময় নেন ১০মিনিট।

মান্নার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করার কথা বললে মাইকে আ স ম আব্দুর রব বলেন, ‘এখন ড. কামাল হোসেন কথা বলবেন।’

পরে কামাল হোসেন এই ঐক্য প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বলেন, ‘আগামী দিনে সবাই মিলে অভিন্ন দাবিতে অহিংস আন্দোলনের মাধ্যমে নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী। আজকে যেমন সবার উপস্থিতি দেখলাম আমি আশাবাদী।’

‘দেশের মালিক জনগণ। তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর গণতন্ত্র প্রয়োজন।যেখানে স্বেচ্ছায় তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়া যাবে।’

‘নির্বাচনে যদি ভেজাল হয় তাহলে দেশের মালিকানা থেকে নাগরিকদের বঞ্চিত হতে হয়। তাই রাষ্ট্রে তাদের নিয়ন্ত্রণ রাখতে হলে সুষ্ঠু নির্বাচন হতে হবে।’

ঐক্যের আনুষ্ঠানিকতা ঘোষণা করে কামাল বলেন, ‘কীভাবে এই ঐক্যকে সুসংহত করা যায়, কার্যকর করা যায় সেজন্য কাজ করতে হবে। আমরা চাই এই ঐক্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় ঐক্য গড়ে উঠুক। আজকে থেকে শুরু হলো জাতীয় ঐক্য।’

এর মধ্যে সাংবাদিক আজমলুল হক হেলাল উঠে দাঁড়িয়ে আ স ম আব্দুর রব এবং ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের প্রশ্ন ছিল।’

রব বলেন, ‘আজকে কোনো প্রশ্ন নয়।’

তখন ওই সাংবাদিক বলেন, ‘তাহলে কি ঐক্য প্রক্রিয়ায় আপনারা সাংবাদিকদের রাখছেন না? আপনারা প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন না।’

রব বলেন, ‘আমাদের সঙ্গে চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী সবাই আছেন।’

পরে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) সাবেক সভাপতি সুলতান মনসুর আহমেদকে উদ্দেশ্য করে সাংবাদিক হেলাল বলেন, ‘আপনি ডাকসুর ভিপি ছিলেন। জানেন কোনও দাবি আন্দোলন ছাড়া পূরণ হয় না।’

মনসুর বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ হলো- আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। আজকে আমাদের সিদ্ধান্ত কোনও প্রশ্ন নেয়া হবে না। ড. কামাল হোসেন যা বলার বলে দিয়েছেন।’

এরপর পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শেষ করা হয়।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :