কিন্ডারগার্টেনের নামে জঙ্গি তৎপরতা!

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১১
ফাইল ছবি

কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার নামে রংপুরে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে উঠেছে। এ ঘটনায় আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজা (৪৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৩। তার দেয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে জেএমবির সক্রিয় সদস্য তালিম প্রধান (২৫) নামে আরেক যুবককে আটক করা হয়।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার হয়।

রবিবার বিকালে র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।

র‌্যাব জানায়, আটক আমির হামজা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত ওসমান গণি ও তালিম প্রধান একই উপজেলার রসুলগঞ্জ সাহেবডাঙ্গা এলাকার মৃত মোবারক আলী প্রধানের ছেলে।

র‌্যাব-১৩ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার রংপুর-বগুড়া মহাসড়কে মডার্ন ব্রিজের পশ্চিম পাশের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য আবু সাদেক সাইদুজ্জামান বাবু ওরফে আমির হামজাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২টি ‘জিহাদি’ বই, ১২০টি লিফলেট, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, তিনটি সিম ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোজাম্মেল হক জানান, আটক আমির হামজা পাটগ্রাম পৌরসভায় ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট জেলা জেএমবির দাওয়াতে আমির হিসেবে কার্যক্রম চালাচ্ছিলেন। রংপুরে পরিচয় গোপন করে ‘ওহির আলো’ নামে একটি কিন্ডার গার্টেন স্কুল পরিচালনার আড়ালে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছেন। আমির হামজার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে শনিবার রাতে র‌্যাবের আরেকটি জঙ্গিবিরোধী সেল লালমনিরহাট জেলার পাটগ্রামের পশ্চিম চৌরঙ্গী মোড় এলাকা থেকে জেএমবির অপর এক সক্রিয় সদস্য তালিম প্রধানকে (২৫) আটক করে।

এ সময় তার কাছ থেকে ১৮টি জিহাদি বই, ১০০টি লিফলেট, একটি পুরাতন সিপিইউ, দুটি মোবাইল ও চারটি সিম উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :