ত্রিপোলিতে নতুন করে সংঘাত শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৯

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে টানা দ্বিতীয় দিনের মতো অস্ত্রবিরতি চুক্তি লংঘন করে সহিংস সংঘর্ষ হচ্ছে।

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সুত্র সিনহুয়াকে জানায়, ‘ত্রিপোলির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও সেভেনথ ব্রিগেডের মধ্যে দুপুর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে’।

সংঘর্ষ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা জানা যায়নি উল্লেখ করে সূত্রটি আরো জানায়, ‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ত্রিপোলির অধিকাংশ এলাকা থেকে গোলার আওয়াজ শোনা গেছে’।

ইউএন সাপোর্ট মিশন ইন লিবিয়া (ইউএনএসএমআইএল) অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।

ইউএন মিশন অবিলম্বে সকল পক্ষকে ত্রিপোলীর সাহাল এদ্দিন এলাকায় সংঘাত ও বৈরীতা বন্ধের আহ্বান জানিয়েছে।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :