দুই ইনিংসই শূন্য রানে ডিক্লেয়ার!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২০:৪৯

দুই দলের দুই ইনিংসই শূন্য রানে ডিক্লেয়ার। এমন আজব ঘটনা ক্রিকেটে টেস্টে মাত্র একবারই দেখা গিছে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও এমন ঘটেছে একবার। শনিবার নিউজিল্যান্ডে সেন্ট্রাল স্ট্যাগস ও ক্যান্টারবেরির মধ্যে প্রথম শ্রেণির ম্যাচেও এমন ঘটল।

২০০০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে টেস্টে এই ঘটনা ঘটেছিল। যখন প্রতিপক্ষ দুই দলই একটি করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। ২০১৩ সালে হ্যাম্পশায়ার ও গ্লস্টারশায়ারের মধ্যে কাউন্টির ম্যাচেও এটা হয়েছিল।

নিউ জিল্যান্ডের নেসলনে স্যাক্সটন ওভালে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে প্রথম দিনের শেষে সেন্ট্রাল স্ট্যাগস সাত উইকেটে ৩০১ রান তুলেছিল। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রবল বৃষ্টিতে খেলা হয়নি। চতুর্থ তথা শেষ দিনের সকালে স্ট্যাগস ৩৫২-৭ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।উইলিয়েম লুডিক প্রথম শ্রেণির উইকেটে পূর্ণ করেন প্রথম শতরান। এরপর ক্যান্টারবেরি ইনিংসের সমাপ্তি ঘোষণা করে শূন্য রানে। সেন্ট্রাল স্ট্যাগসও তাই করে। ফলে, ম্যাচটা কার্যত এক ইনিংসের খেলা হয়ে ওঠে।

জেতার জন্য ক্যান্টারবেরিকে ৮৯ ওভারে করতে হত ৩৫৩ রান। কিন্তু, ১৩১ রানে নয় উইকেট হারিয়ে বসে ক্যান্টারবেরি। পেসার সেথ র‌্যান্সই পাঁচ উইকেট নিয়ে ভাঙেন। এই পরিস্থিতি থেকে অসম্ভব লড়াই করে ড্রয়ের দিকে এগোতে থাকে ক্যান্টারবেরির দশম উইকেটে অ্যান্ড্রু হ্যাজেলডিন ও উইল উইলিয়াম্সের জুটি। দু'জনে মিলে খেলে দেন ২৫.৫ ওভার। কিন্তু, ম্যাচের শেষের আগের ওভারে আউট হয়ে যান এগারো নম্বর ব্যাটসম্যান হ্যাজেলডিন। ২০৭ রানে শেষ হয় ক্যান্টারবেরি। নাটকীয় ভাবে ১৪৫ রানে জিতে যায় সেন্ট্রাল স্ট্যাগস।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :