রুয়েটে ভর্তি পরীক্ষা কাল

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ২০:২১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার। আসন প্রতি লড়বেন ছয় শিক্ষার্থী।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়টির স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর আশরাফুল আলম।

লিখিত বক্তব্যে রুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জানান, এবার তিনটি অনুষদের অধীন মোট ১৪টি বিভাগে ১২৩৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ আসনে মোট আবেদন জমা পড়ে ৮ হাজার ৮৮৪টি। এর মধ্যে ৭ হাজার ৪৮৮টি প্রবেশপত্র উত্তোলন করেছে শিক্ষার্থীরা। এই হিসাবে আসন প্রতি ছয়জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

তিনি আরও জানান, ‘ক’ ও ‘খ’ এই দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ‘খ’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০মি পর্যন্ত ৬০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিকে আরও জানানো হয়, পরীক্ষার দিন প্রার্থীকে এইসএসসি সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, রুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া সংরক্ষিত আসনের প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি, ক্ষুদ্র জাতি স্বত্বা নৃগোষ্ঠীর মোড়ল, গোত্র প্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ভর্তি প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। একই সাথে প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ বলেন, এর আগেও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে রুয়েটের পরীক্ষা হয়েছে। এবারও সকলের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে এবং জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :