অবসরে গেলেন দুই সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ২১:০৮

একজন সিনিয়র সচিব ও একজন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাদের অবসরে পাঠানো হয়েছে তাঁরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণায়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী। মাহফুজুর রহমানকে আজ ২৩ অক্টোবর এবং অপরূপ চৌধুরীকে ৩১ অক্টোবর থেকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ নম্বর আইন) এর ৪ ধারা মতে অবসর প্রদান করা হলো।

আদেশে বলা হয়, তাঁদের অনুকূলে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুসারে অবসর ও অবসরোত্তর সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :