শাহবাগে মোমবাতি জ্বালিয়ে বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৪১

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তাদের দাবি ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে।

এর আগে দুপুরে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরি প্রত্যাশীরা। অবরোধ ঘিরে শাহবাগে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত দেখা যায়। তবে সন্ধ্যার পর পুলিশের সংখ্যা কমে যায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগ অবরোধ করায় দুপুর ১২টা থেকেই চারদিকের সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। চলাচলের সুবিধার্থে রাস্তায় ডাইভারসন করে গাড়ি ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের দাবি একটাই, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করা হোক। আমাদের কর্মসূচি চলবে।’

সঞ্জয় বলেন, ‘৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসে ৩০ বছরের অধিক বয়সী অসংখ্য শিক্ষার্থী অংশ নিতে পারছে না। এটা মানা যায় না। সেই দাবি আদায়ে আমরা আন্দোলন করছি।’

সাধারণ ছাত্র পরিষদের শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। কিছু করলেতো আপনারাই বলবেন, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :