ডুকাতির মনস্টার বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৮, ১৫:০০

‘মনস্টার ৮২১’ মডেলের বাইকের নতুন ‘স্টিলথ’ এডিশন বাজারে এনেছে ডুকাতি। নতুন এই বাইকের নাম ‘ডুকাতি মনস্টার ৮২১ স্টিলথ’।

মোটরসাইকেলের গায়ের রঙ ছাড়াও এই এডিশনে একাধিক পরিবর্তন এসেছে। তবে থাকছে একই ৮২১ মম ভি-টুইন ইঞ্জিন।

এই ইঞ্জিনে ১০৯ বিএইচডি শক্তি এবং ৮৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। তবে ‘স্টিলথ’এডিশনে একই ইঞ্জিনে শক্তিবৃদ্ধি করা হয়েছে।

মনস্টার ৮২১ স্টিলথ বাইকে আছে কাবায়া ফ্রন্ট ফর্ক, বিকিনি ফায়ারিং হেডলাইট। এই মডেলের বাইকে সামনের ফর্ক অ্যাডজাস্ট করা যায় না। এতে আছে ছোট আকারের একটি উইন্ডশিল্ড

বাইকটিতে কোম্পানির নিজস্ব ডুকাতি কুইক শিফট সিস্টেম সংযোজন করা হয়েছে। এই সিস্টেম দুই দিকে কাজ করে। এছাড়াও থাকছে তিনটি রাইডিং মোড। স্ট্যান্ডার্ড এডিশনেও একই রাইডিং মোড রয়েছে। তবে ‘স্টিলথ’ এডিশনে রয়েছে আপডেটের শাশপেনশান আর কুইক শিফটার।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :