রাজনীতির জ্যোতি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:৪০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারকাদের মনোনয়ন ফরম কেনার ধুম পড়েছে। এবার সেই মিছিলে যোগ দিলেন দুই বাংলার জনপ্রিয় মুখ জ্যোতিকা জ্যোতি। বাংলাদেশ আওয়ামলীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন তিনি। তাঁর নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ (গৌরীপুর)।

দলীয় সভাপতি শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন বলে আশাবাদী জ্যোতি। জানান, ‘ময়মনসিংহ-৩ আসনে যোগ্য কোনো প্রার্থী নেই। যারা আছেন তারা দলের ভেতরের কোন্দল মেটাতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়গুলো কেন্দ্রীয় নেতারা জানেন। সেই কারণেই নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন।’

সারাজীবন রাজনীতি করে এমপি বা মন্ত্রী হতে হবে এটাও মানতে নারাজ এই নায়িকা। তিনি বলেন, ‘একজন এমপি বা মন্ত্রী সংসদে গিয়ে এলাকার মানুষের কথা বলবে। সেই কথাটুকু বলার মত মেধা ও সক্ষমতা থাকলে যে কেউ রাজনীতিতে আসতে পারে। আমি শাহবাগে মানবতা বিরোধদের শাস্তির দাবিতে সংগঠিত আন্দোলনে অংশ নিয়েছি। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব কী জিনিস সেটা আমি বুঝি। এই সমস্ত কারণেই নিজেকে যোগ্য মনে করছি। ’

অভিনেত্রী বলেন, বাংলাদেশে রাজনীতির সংজ্ঞা ক্রমেই বদলে দিচ্ছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাশরাফি ভাই, আমি, শমী আপু, প্রাচী আপু, তারানা আপু, নুর ভাই সহ যারা সাংস্কৃতিক ও ক্রীড়া জগত থেকে রাজনীতিতে আসবো বা এসেছি তাদের দিয়ে কখনও হিংস্র রাজনীতি সম্ভব না। এই জিনিসটাই নেত্রী মাথায় রেখেছেন। কারণ উনি সেই বাংলাদেশটাই চান যে দেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, যে দেশ চান সমস্ত বাঙালি।’

তবে আওয়ামী লীগ থেকে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তার পক্ষেও কাজ করার কথা জানান জ্যোতি।

ঢাকা টাইমস/১৩ নভেম্বর/আরআই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :