তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:২৯ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ২৩:২৭
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই যুবক। ছুরিকাঘাতে আহত দুই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আছেন। এরা হলেন সাব্বির ও মনির।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত সাব্বির জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। বাড়ি থেকে ‘এগারো সিন্ধুর গোধুলী’ ট্রেনের ছাদে চড়ে ঢাকার কমালাপুর আসছিলেন। পথে তেজগাঁও এলাকায় ট্রেনের গতি কমে গেলে পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী ছাদে আসে। তারা ছুরি দিয়ে সাব্বিরের উরুতে আঘাত করে মোবাইল সেট নিয়ে নেয়। পাশাপাশি মনিরের ডান পাজোরে ছুরিকাঘাত করে। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত দু'জন গুলিস্তানের কাপ্তান বাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করেন। তারা ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত দুজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :