সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২২:৫০
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতবিার ভোরে উপজেলার দয়োড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাহমিনা। তিনি কলারোয়া উপজেলার দয়োড়া গ্রামের ঈমান আলি সরদারের কন্যা ও যশোর জলোর ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ছিলেন।

দয়োড়া ইউপি মেম্বার তোজাম্মেল হোসেন জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তাকে যৌতুকের জন্য নির‌্যাতন করত। মেয়েরে সুখের কথা ভেবে তার বাবা তাকে তিন দফায় ১ লাখ টাকা যৌতুকও দেন। এরই জরে ধরে বুধবার বিকালে মনিরুল শশুর বাড়িতে এসে বলে সে তার স্ত্রীকে আর নির‌্যাতন করব না এবং তাকে বাড়িতে নিয়ে যাব। এক পর‌্যায়ে সে সেখানে রাত্রিযাপন করে। এর পর ভোরে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ শ্বাসরোধ করে হত্যার ঘটনাটি প্রাথমিকভাবে নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মনিরুলকেও আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা