ডাকাত সর্দার শরীফুলের সহযোগী হাবিব গ্রেপ্তার
ডাকাত সর্দার শরীফুল ইসলাম সাগররের গ্রেপ্তারের পর এবার তার সহযোগী হাবিবুর রহমান হাবিবকে ময়মনসিংহের নান্দাইল থেকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে ডাকাত সর্দার শরীফুল ইসলাম সাগরকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে ভালুকা ও নান্দাইলের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালালে রাত দেড়টার দিকে নান্দাইলের হাজি ছদির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হাবিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হাবিব নান্দাইল উপজেলার আত্মারামপুর গ্রামের কুজরত আলীর ছেলে।
এ ঘটনায় সখীপুর থানার উপ-পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে সাগরকে আসামি করে একটি মামলা করেন।
অপরদিকে হাবিবুর রহমানের নামে নান্দাইল থানায় পৃথক একটি মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম সাগর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, খুনসহ, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকার পল্লবী, উত্তরা পূর্ব থানা, ক্যান্টেনমেন্ট থানা, রামপুরা ও গাজীপুরের জয়দেবপুরসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
ঢাকার উত্তরা পূর্ব থানা ও গাজীপুরের জয়দেবপুর থানার পৃথক দুইটি মামলায় সাগর ১৩ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।
সাগরের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, সাগরের আরো সহযোগীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)