‘বিশ্ববিদ্যালয়ের পরিচিতি মনোরম পরিবেশে নয়, শিক্ষার মানে’

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৫:২০

‘আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সুন্দর সুন্দর গাছপালা আর মনোরম পরিবেশে নয়। বিশ্ববিদ্যালয়ের পরিচয় হলো এর শিক্ষার মান কতটা উন্নত। এজন্য বিশ্ববিদ্যালয়ের ইমেজ, শিক্ষার মান ইত্যাদি অক্ষুণœ রাখতে শিক্ষকদেরকে বিশেষভাবে ভূমিকা রাখতে হবে।’

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাবির সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান খান।

সাইদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের যেই স্বাধীন দেশ উপহার দিয়েছেন সেই দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেই ভূমিকা রাখতে

হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।’

এর আগে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাবির উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রকীব আহমদ।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের এইদিনে ২০ জন শিক্ষক ও ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে ১২শ এবং শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩২ হাজার। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫৭টি বিভাগ, নয়টি অনুষদ ও পাঁচটি ইনস্টিটিউট রয়েছে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

হল খোলা রাখার দাবিতে ইবি শিক্ষার্থীদের আন্দোলন

ফজিলাতুন্নেছা মুজিব অতিসরল জীবনযাপনের পথ বেছে নিয়েছিলেন: ড. মশিউর রহমান

ফার্স্ট এইড ও অগ্নিনির্বাপক যন্ত্রের সংকটে জবির বাস

ফিলিস্তিনের প্রতি সংহতি, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফেরত দিলেন শহিদুল আলম

ইচ্ছেমতো অফিসে আসেন ববি শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা সেলিনা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক’ পেলেন চার গুণীজন

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডে মনোনীত হাবিপ্রবির দুই শিক্ষার্থী

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন ৯ জুন

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রুয়েট, রানার্স-আপ ইস্ট ওয়েস্ট

প্রথমবারের মতো সামার ফেস্টিভ্যালে মাতল হাবিপ্রবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :