রাস্তায় জনগণের হাতে হেনস্তার শিকার রাবিনার পাশে কঙ্গনা

বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের গাড়ির চালক নাকি বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে মুম্বাইয়ের বান্দ্রার কার্ট রোডে একটি কলেজের সামনে তিন মহিলাকে ধাক্কা মারে। এরপর নাকি রাবিনা গাড়ি থেকে নেমে ক্ষমা চাওয়ার বদলে উল্টো অসভ্যতা শুরু করেন। তখনই নাকি পথচারীরা তাকে হেনস্থা করে।
রবিবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়। তবে একই দিন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই সবটা স্পষ্ট হয়ে যায়। গাড়ি সেই মহিলাদের কাছাকাছি গেলেও তাদের মোটেই ধাক্কা মারেনি। এরপরই সহকর্মীর হয়ে প্রতিবাদের সুর চড়ালেন বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কী বলেছেন কঙ্গনা রানাওয়াত?
গোটা ঘটনার পর কঙ্গনা বলেন, ‘রাবিনাজির সঙ্গে যা হয়েছে সেটা সত্যিই অ্যালার্মিং। ওদের বিপক্ষের দলে ৫-৬ জন বা তারও বেশি মানুষ ছিল। ওরা ওকে আরও বেশি হেনস্থা করতে পারতো। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ওই মানুষগুলোকে মোটেই ছাড়া উচিত নয়। এই ধরনের ব্যবহারের পর, উগ্রতা দেখানোর পর ওদের ছাড়ার মানেই হয় না।’
কঙ্গনা রানাওয়াত রবিবার এই পোস্টটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে করেন। সেখানে তিনি সেই মানুষগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন, যারা বান্দ্রার ব্যস্ত রাস্তায় রাবিনাকে হেনস্তা করেছিল।
এদিকে পুলিশ জানিয়েছে, রাবিনা রাস্তায় কারও সঙ্গে অসভ্যতা করেননি। এমনকি এই ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগও আসেনি।
পুলিশ জানিয়েছে, রাবিনার ড্রাইভার গাড়ি পিছাচ্ছিলেন পার্ক করার জন্য। তখনই পেছন দিয়ে একটি দল যাচ্ছিল আর তারা কোনো কারণ ছাড়াই চেঁচাতে শুরু করেন যে, তাদের উপর নাকি গাড়ি তুলে দেওয়া হচ্ছে।
কিন্তু সেসব কিছুই হয়নি। গাড়ির ধাক্কা লাগেনি কারও গায়ে। তবুও ওরা গায়ে পড়ে ঝগড়া, ঝামেলা করতে শুরু করে। তখনই রাবিনা বেরিয়ে আসেন এবং তাকে হেনস্থা করা হয়।
(ঢাকাটাইমস/০৩জুন/এজে)

মন্তব্য করুন