৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ২১:২৮| আপডেট : ০৩ জুন ২০২৪, ২১:৫১
অ- অ+

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মাঠের লড়াই। আজ দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ ‘ডি’ এর প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের বোলিং তোপে মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামেন পাথুম নিসাঙ্কা ও কুসল মেন্ডিস। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ১৩ রানে পাথুম নিসাঙ্কার বিদায়ে ভেঙে যায় এই জুটি।

১৩ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কুসল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। তবে তারাও ব্যর্থ হন নিজেদের ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৩১ রানে ১৫ বলে ১১ রান করা কামিন্দু মেন্ডিস অ্যানরিক নরখিয়ার বলে স্কোয়ার লেগে , রেজা হেন্ড্রিক্স এর হাতে ক্যচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।

কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর পরেই ওভারেই সাজঘরে ফিরে যান ওয়ানিন্দু হাসরাঙ্গা ও সাদিরা সামারাবিক্রমা। কেশব মহারাজের শিকার হয়ে এই দুই লঙ্কান ব্যাটারই শূন্য রান করেই পথ ধরেন প্যাভিলিয়নের। এই দুই ব্যাটারের বিদায়ে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।

৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে শ্রীলঙ্কা দলের হাল ধরেন কুসল মেন্ডিস ও চরিথ আসালাঙ্কা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি অ্যানরিক নরখিয়া। অ্যানরিক নরখিয়ার বলে ডিপ স্কোয়ার লেগে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৩০ বলে ১৯ রান করা কুসল। যার ফলে মাত্র ৮ রানেই ভেঙে যায় এই জুটি।

কুসল মেন্ডিসের পর সাজঘরে ফিরে যান চারিথ আসালাঙ্কাও, তাকেও ফেরান অ্যানরিক নরখিয়া। অ্যানরিক নরখিয়ার বলে রেজা হেন্ড্রিক্স এর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

ঢাকাটাইমস/০৩জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা